BCS প্রিলিমিনারি ,Bank Job,স্কুল নিবন্ধন ,সরকারি ও বেসরকারি চাকরি প্রার্থীদের প্রস্তুতি মূলক পড়াশুনা। হাজার হাজার প্রশ্ন ও উত্তর।
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
২০১৮ ফিফা বিশ্বকাপ

প্রশ্ন :কতটি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছে?
 -উত্তর :৩২টি জাতীয় ফুটবল দল

প্রশ্ন :২০১৮ ফিফা বিশ্বকাপের শিরোপা বিজয়ী দল ?
 -উত্তর :ফ্রান্স

প্রশ্ন :বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করেছে কোন দুইটি দেশ ?
 -উত্তর :আইসল্যান্ড এবং পানামা

প্রশ্ন :রাশিয়ার মোট কতটি স্টেডিয়ামে ২০১৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ?
 -উত্তর :রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি ম্যাচ আয়োজন করা হয়েছে।

প্রশ্ন :এটি ইউরোপে অনুষ্ঠিত কততম বিশ্বকাপ?
 -উত্তর :এটি হচ্ছে ইউরোপে অনুষ্ঠিত ১১তম বিশ্বকাপ।

প্রশ্ন :আসরের শিরোপা নির্ধারণী খেলাটি অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে ?
 -উত্তর :২০১৮ সালের ১৫ই জুলাই রাশিয়ার রাজধানী মস্কো শহরের লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের শিরোপা নির্ধারণী খেলাটি অনুষ্ঠিত হয়

প্রশ্ন :সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার জিতেছেন কে ?
 -উত্তর :ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়ার পরও ২০১৮ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার জিতেছেন লুকা মডরিচ। যিনি সাত ম্যাচ থেকে করেছেন ৪ গোল। ৷

বঙ্গবন্ধু স্যাটেলাইট -১

প্রশ্ন : বাংলাদেশের প্রথম কৃত্তিম উপগ্রহের নাম কি ?
 -উত্তর :বঙ্গবন্ধু স্যাটেলাইট -১।

প্রশ্ন : বাংলাদেশ প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করে কত সাল থেকে ?
 - উত্তর :২০০৭ সাল থেকে।

প্রশ্ন :বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর ওজন কত ?
 -উত্তর : ৩.৭ টোন

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মোট ট্রান্সপন্ডার কতটি ?
 -উত্তর : ৪০ টি।

প্রশ্ন :বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এ কি লেখা আছে ??
 -উত্তর : জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আর আছে রাষ্ট্রীয় মনগ্রাম বা লোগো।

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ নির্মাণ করে কোন প্রতিষ্ঠান ?
 -উত্তর :বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ হয় কত তারিখে ?
 -উত্তর : ১০ মে ২০১৮ ৷

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ পুরো প্রকল্প বাস্তবায়ন খরচ কত ?
 -উত্তর : ২৭৬৫ কোটি টাকা ৷

৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি

প্রশ্ন : বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?
 -উত্তর :১৮ মিনিটের।

প্রশ্ন : কবে, কোথায় এবং কে ৭ই মার্চের ভাষণটির স্বীকৃতি দিয়েছিল ?
 - উত্তর :প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে,ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০শে অক্টোবর-২০১৭ এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

প্রশ্ন :ইউনেস্কোর উপদেষ্টা কমিটি ৭ মার্চের ভাষণসহ মোট কতটি দলিলকে 'মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' যুক্ত করার সুপারিশ করেছে?
 -উত্তর : ৭৮টি দলিলকে

প্রশ্ন : বর্তমানে ম্যামোরি অফ ওয়াল্ড রেজিস্ট্রারে সব মহাদেশগুলো মিলে কত গুলো প্রামাণ্য দলিল ও সংগ্রহ তালিকাভুক্ত রয়েছে?
 -উত্তর : ৪২৭টি

প্রশ্ন : কতটি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়েছে ?
 -উত্তর : ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয় কে ?
 -উত্তর :নিউজউইক ম্যাগাজিন৷

নোবেল পুরস্কার ২০১৭ তালিকা

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীরা
 -রাইনার ভাইস; ব্যারি ব্যারিশ; কিপ থোর্ন

রসায়নে নোবেল বিজয়ীরা
 -জাক দ্যুবোশে; ইওয়াখিম ফ্রাংক; রিচার্ড হেন্ডারসন

চিকিৎসায় নোবেল বিজয়ীরা
 -জেফ্রি সি হল; মাইকেল রসব্যাশ; মাইকেল ডব্লিউ ইয়ং

সাহিত্যে নোবেল বিজয়ী
 -কাজুও ইশিগুরো

শান্তিতে নোবেল বিজয়ী
 -ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স (আইক্যান)

অর্থনীতিতে নোবেল বিজয়ী
 -রিচার্ড থেলার

প্রশ্ন :ডায়নামাইট কি ?
 -উত্তর :ডায়নামাইট এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেন এবং ১৮৬৭ খ্রীস্টাব্দে এর প্যাটেন্ট নিবন্ধন করেন। বিভিন্ন শোষক পদার্থ দিয়ে নাইট্রোগ্লিসারিন কে শোষণ করিয়ে নিয়ে ডায়নামাইট তৈরি করা হয়। এসব শোষক দ্রব্যের মধ্যে রয়েছে কিসেলগুড় নামক মাটি, করাত গুঁড়ো ইত্যাদি। ৷

বর্তমান বাংলাদেশ

প্রশ্ন :বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম.?
 -উত্তর :আব্দুল হামিদ ২১ তম নয় ২০ তম রাষ্ট্রপতি। পর পর ২ বার হলে তম চেঞ্জ হবে না।২০১৮ সালের রাষ্ট্রপতির নির্বাচনটি- ২৩ তম। ব্যক্তি হিসেবে আব্দুল হামিদ ১৭ তম রাষ্ট্রপতি (তবে সিদ্দান্ত নেওয়ার অধিকার একান্তই আপনার রয়েছে।)

প্রশ্ন :বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কততম.?
 -উত্তর :১২তম

প্রশ্ন :বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?
 -উত্তর :সৈয়দ মাহমুদ হোসেন {২২ তম}

প্রশ্ন :বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম.?
 -উত্তর :কে.এম নুরুল হুদা {১২ তম}

প্রশ্ন :বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম কি.?
 -উত্তর :শিরিন শারমিন {১৭ তম}

প্রশ্ন :বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম.?
 -উত্তর :ফজলে কবির {১১ তম}

প্রশ্ন :বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান কে?
 -উত্তর :মোশারফ হোসেন ভুঁইয়া৷

প্রশ্ন :নতুন আইজিপির নাম কি?
 -উত্তর :জাবেদ পাটোয়ারী {২৯ তম}

প্রশ্ন :বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব কে?
 -উত্তর :মোসলেম চৌধুরী